তপু , ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ সারাদেশের নেই ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা উপজেলায় আজ ৫ ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পৃথক ভাবে উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ফুলপুর উপজেলায় এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় একটি বর্ণাঢ্য র্যালি দিউ একেএম ফজলুল হক দুদু মিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের নেতৃত্বে শুরু হয়ে ঢাকা-হালুয়াঘাট মহাসড়ক দিয়ে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ চত্বরে ‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্য বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, প্রতিবন্ধী শিশুদের আদর স্নেহ ও ভালবাসা দিতে হবে। তাদের জন্য আমাদের করণীয় ঠিক করতে হবে এমনকি তাদেরকে সমাজের মূল ধারায় ফিরিয়ে আনতে হবে। এ সময় প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেনের উপস্থাপনায় আরও বক্তব্য দেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার মো. শিহাব উদ্দিন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, একেএম ফজলুল হক দুদু মুয়া অটিজম ও বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের সভাপতি শিল্পপতি আলহাজ্ব শহিদুল হক প্রমুখ। তারাকান্দা উপজেলায় এ উপলক্ষে দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারির উপস্থিতিতে এক র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা হল রুমে আলোচনার মাধ্যমে শেষ হয়। উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে কামারিয়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীগণ। এসময় আরো উপস্থিত ছিলেন, তারাকান্দা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ কুমার চক্রবর্তী রুনু ঠাকুর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিলুফার হাকিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মন্ডল, কামারিয়া বিশেষ শিক্ষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর মনজুরুল হক, শামসুল হক প্রমুখ।