তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ সাহস দেখে অবাক হয়ে যায় এত নিরাপত্তার’ মাঝেও গভীর রাত হবার আগেই চোরচক্র চুরি করছে দোকানগুলোতে।
আবারো একটি চোর চক্রের টিম ময়মনসিংহের ফুলপুর পৌর আমুয়াকান্দা বাজারের মসজিদ রোড স্থল হাজী নুর হোসেন মার্কেট এর নাঈম কসমেটিক দোকান থেকে ৭ই ফেব্রুয়ারি রোজ রবিবার (দিবাগত) রাত রাত সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।
প্রোঃ মোঃ হাবিবুর রহমান বলেন, আমার দোকানের তালা তালা ভেঙে দুটি চোর নগদ অর্থ নিয়ে যায়। রবিবার বাজারের দিন ব্যবসা করে সব টাকা আমি দোকানে রেখে গিয়েছিলাম।
পরে আজ দোকানের ছেলে শহিদ এসে দেখে দোকানের সাটারে তালা নেই। পরে আমিও তাড়াতাড়ি করে এসে দেখতে পাই এই অবস্থা।
দোকানে কত টাকা রেখে গেছিলাম তা হিসাব ছিল না এবং মালামাল নিয়েছে কিনা তাও এখনও বলা যাচ্ছে না। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, কিছুদিন আগেও নূর হোসেন মার্কেট থেকে একটি চুরের টিম তালা ভেঙে প্রায় ৭০-৭৫ হাজার টাকা নিয়ে যায় দুটি দোকান থেকে। আরেকটি বিহিত বের করা দরকার।
প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে উনারা যদি চেষ্টা করে। খুব দ্রুত এই চোরের চক্রটি ধরতে পারবে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো ডাইরি হয়নি।