তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবা সহ (ব্যবসায়ী ও সেবনকারী) তিন জনকে আটক করেন পুলিশ।
আটককৃতরা হলেন, দারাকপুরের এরশাদ আলীর পুত্র কদম আলী, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার পূর্ব ইছাকুড়ি গ্রামের ইউনুস আলীর পুত্র এরশাদ আলী ও ফুলপুর উপজেলার উত্তর শাহাপুর এলাকার শহর আলীর পুত্র জালাল উদ্দিন।
এ ব্যাপারে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ওসি ইমারাত হোসেন গাজীর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. আশরাফুল আলম এবং এ.এস.আই. নাসিম পারভেজ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান চালিয়ে ফুলপুরের বিভিন্ন স্থান থেকে ২৯০ পিস ইয়াবাসহ সেবনকারী ও মাদক ব্যবসায়ীকে আটক করে।
তিনি আরো বলেন এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে দুটি এবং আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে