তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তর কতৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর খাদ্যশস্য বিতরন কেন্দ্র ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬নং পয়ারী ইউনিয়নে আজ ১২ ই অক্টোবর রোজ সোমবার সকাল ১০ টায় পয়ারী ইউনিয়ন পরিষদ সংলগ্ন গুদাম থেকে (কালীবাড়ি) হতদরিদ্রদের মাঝে প্রতি জনকে ৩০কেজি করে ১০ টাকা কেজি দরের চাল বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক বা জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ তপু রায়হান রাব্বি, আওয়ামীলীগের বিল্লাল হোসেন সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ। মোঃ ফরহাদ আহমেদ মিলন জানান, এই ইউনিয়নের ডিলার মোঃ এনামূল কবির আর আমি তার নির্দেশে ৫১৮ জনের চাল বিতরণ করছি। আরও জানান, আমরা সঠিক মাপ দিয়ে চাল বিতরণ করে থাকি যেন কোন প্রকার দুর্নীতি এর ছোঁয়া না লাগে। মাঝেমধ্যে উপজেলা ইউএনও এবং টেক অফিসার পরিদর্শন করেন। ভুক্তভোগীরা জানান, সরকারের ১০টাকা কেজি দরের এ চাল পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদেরকে আর অনাহারে থাকতে হয় না। এতে ধন্যবাদ জানাই বঙ্গবন্ধুর কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্ন শেখ হাসিনাকে, সেই সাথে ধন্যবাদ জানাই গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ শরীফ আহমেদ এমপি মহোদয় কে। আরোও বলেন, এখনো পর্যন্ত আমরা কেউ পরিমাণে চাল কম পাইনি ? কম পেলে আপনাদেরকে জানাবো।