তপু রায়হান রাব্বি, ফুলপুর প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২০ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ অক্টোবর রোজ সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যন আতাউল করিম রাসেল, পৌরসভার মেয়র আমিনুল হক, থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী, উপজেলা আওয়ামীলীগের সিনিঃ যুগ্ম আহবায়ক মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, জেলা আওয়ামীলীগের সদস্য শাহ কুতুব চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভিন লাকী, উপজেলা যুবলীগের সভাপতি বাবু শশধর সেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কুমার সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পরিতোষ দত্ত সহ পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, ইউপি চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিগণ।
সভায় বর্তমান করোনা পরবস্থিতির কারনে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মেনে সুষ্ঠু সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিদ্যুৎ সরবরাহ, পূজা মন্ডপের যাতায়াতের রাস্তা মেরামত, পূজা মন্ডপে পুরুষ-মহিলাদের আলাদা ব্যাবস্থা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।