তপু, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আওতাধীন ৬৯ টি কমিউনিটি ক্লিনিকের জন্য মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার বাছাইয়ের জন্য অনলাইন আইটি (লিখিত /ব্যবহারিক) ও মৌখিক পরীক্ষা আজ ৪ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল থেকে সুষ্ট ও মনোরম পরিবেশে শুরু হয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ। এতে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার (ইনচার্জ) জনাব প্রাণেশ চন্দ্র পন্ডিত, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা পরীক্ষার প্রতিটি হল রুমে নজর দারি করছেন। ডা.প্রাণেশ চন্দ্র পন্ডিত সাংবাদিক তপু রায়হান রাব্বিকে জানান, মাল্টিপারপাস হেলথ ভলান্টিয়ার অবেদনকৃত ফুলপুর ও তারাকান্দা উপজেলার সব প্রার্থীদেরকে একসাথে পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না বিধায় আমরা পর্যায়ক্রমে পরীক্ষা নিচ্ছি। আজ প্রথম ধাপে আমরা বাশাটি, হোসেনপুর, খড়িয়াপাড় ও মিচকিপাড়া পরীক্ষা নেওয়া হচ্ছে। আগামী কাল ৫ ফেব্রুয়ারি চরপাড়া, মারাদেওরা, চরনিয়ামত, দেওলা, পুড়াপুটিয়া রামভদ্রপুর সুতারকান্দি ও চাতুলিয়াকান্দা সিসিতে এবং ৬ ফেব্রুয়ারি ফতেপুর, চরবাহাদুরপুর, সঞ্জুর, বরুয়াই, ও রামকৃস্নপুর, বরইকান্দি, গড়পয়ারী, মোকামিয়া, পশ্চিম বাখাই ও ঠাকুর বাখাই সিসির পরীক্ষা নেওয়া হবে। যেন নেটের গতি দ্রুত থাকে তাই প্রতিটি রুমে ১০ জন করে পরীক্ষা নেওয়া হচ্ছে এবং যে সব সিসি বাকি আছে সেই সব সিসির তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।