তপু রায়হান রাব্বি, ফুলপুর(ময়মনসিংহ) প্রতিনিধিঃ আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার”এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ফুলপুরে ‘ক’ শ্রেণির (জমি নাই, ঘরও নাই) আওতায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কাজের বাস্তবায়ন চিত্র ও হস্তান্তর অবহিতকরণের লক্ষ্যে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
২১ জানুয়ারি রোজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ব্রিফিং করেন উপজেলা নির্বাহী অফিসার শীতেশ চন্দ্র সরকার।
প্রেস ব্রিফিংয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল অন্যান্যের মধ্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি ফাতেমা তুজ জোহরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তারাগণ।
উল্লেখ্য যে ফুলপুরে ছনধরায় ৮টি রামভদ্রপুরে ১২টি ভাইটকান্দিতে ৪টি রহিমগঞ্জে ১০টি ফুলপুর সদর ইউনিয়নের নগুয়া গ্রামে ৪৪টি পয়ারী ৬টি বালিয়ায় ও বওলায় ৭টি করে ১৪টি সহ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সরকারি খাস জমিতে ৯৭টি ভূমি ও গৃহহীনরা পাবে প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের নীড়।