তপু ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি থেকে ভুয়া হেকিমী চিকিৎসক রিক্সাচালক কামাল (৩২)নামের ১জনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। জানায়ায়, ময়মনসিংহ পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে জেলা গোয়ন্দা পুলিশের ওসি শাহ কামাল আকন্দের পরিকল্পনায় এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ওই উপজেলার ভাইটকান্দি ইউনিয়ন থেকে ভুয়া হেকিমী চিকিৎসক রিক্সাচালক কামাল কে গ্রেফতার করেন। ওসি শাহ কামাল আকন্দ জানান, আজ ২০ নভেম্বর রোজ বুধবার সকালে কামালকে তার নিজ এলাকা হরিরামপুর থেকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে ভুয়া ডিগ্রী ব্যবহার করে অর্শ্ব, গেজ, ভগন্দর চিকিৎসার নামে প্রতারনা করে আসছিলেন। প্রতারনার শিকার স্থানীয় ইমান হোসেন পুলিশ সুপার বরাবর অভিযোগের প্রক্ষিতে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেন।