তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর পৌরসভার থানা রোড ছনকান্দা বাজার সংলগ্ন এলাকায় অরুপ রায়(২৫) নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাস্থল থেকে জানা গেছে, আব্দুল কাদির মাস্টার সাহেবের ফুলপুর থানা রোডস্থ চারতলা বাসার নিচ তলার একটি কক্ষে দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার দল্লা গ্রামের সমিকন রায়ের পুত্র অরুপ রায় ভাড়ায় থেকে নোবিষ্টা ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত ছিলেন।
ফোন বন্ধ পেয়ে ২ জানুয়ারি রোজ শনিবার সন্ধ্যায় সহকর্মীনিতে এসে রুমটি ভিতর থেকে বন্ধ দেখতে পান।
পরে ডাকাডাকি করে সাড়াশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে অরুপ রায়কে ফ্যানের হুকের সাথে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পুলিশসহ লোকজন সাবল দিয়ে দরজা খুলে ভিতরে প্রবেশ করে লাশ উদ্ধার করেন।
কোম্পানীর দেনা পরিশোধ করতে না পারায় অনেকেই আত্মহত্যার কারণ বলে মনে করছেন। অবশ্য কোম্পানীর লোকজন পাওনা নিয়ে চাপের কথা অস্বীকার করছেন।