তপু , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় আজ ২ ডিসেম্বর রোজ সোমবার সকালে পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, উপজেলার ১ নং ছনধরা ইউনিয়নের পুর্ব লাউয়ারী গ্রামের আবুল হোসেনের দুই বছরের ছেলে আবু হোরাইরাকে বাড়ির পাশের গর্তের পানিতে ভাসতে দেখে। পরে পানির গর্ত থেকে উদ্ধার করে দুপুর ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বলে মৃত ঘোষণা করেন। পিতা আবুল হোসেন জানান, তিনি মাঠে ছাগল নিয়ে যাওয়ার সময় অগোচারে আবু হোরাইরাও সাথে যাচ্ছিল। পরে পানিতে ডুবে মুত্যু হয়েছে।