তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসন কতৃক দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করার জন্য ২০১৯-২০২০ অর্থ বছরের ঢেউটিন ও গৃহবাবদ অর্থের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার এর সভাপতিত্বে উপজেলা অফির্সাস ক্লাব মিলনায়তনে ২৮ অক্টোবর রোজ বুধবার বেলা সাড়ে ১১টার সময় ঢেউটিন ও চেক বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী। উপজেলা কৃষি অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে পরিচালনা করেন যুব উন্নয়ন অফিসার আবুল বাসার ভূইয়া। আলোচনা সভা শেষে দুর্যোগ পরিস্থিতি মোকাবেলা করতে গৃহনির্মাণের জন্যে ৯৩ জন দরিদ্র মানুষের মাঝে প্রতিজনকে ৩ হাজার টাকার একটি করে চেক ও ১ বাণ্ডিল করে ঢেউটিন দেয়া হয়েছে।