তপু , ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের জেলা প্রশাসক জনাব মিজানুর রহমান মহোদয় আজ ১৯ নভেম্বর রোজ মঙ্গলবার ফুলপুরের ফুলপুর মহিলা ডিগ্রী কলেজ, ফুলপুর সরকারি ডিগ্রী করেজ, ফুলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তিনি সরকারি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং সততার সাথে সব সরকারি প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আহ্বান জানান। কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি করেন। এসময় জেলা প্রশাসন মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব সাইফুল ইসলাম, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমারত হোসেন গাজী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, পৌর মেয়র মোঃ আমিনুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ রোকিয়া পাড়ভিন লাকি, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি সহ আরো অনেকেই। পরিদর্শন শেষে উপজেলায় মাস্টারপ্ল্যান শীর্ষক কর্মশালা’ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।