তপু, ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলায় প্রশাসনের উদ্যোগে আজ ২৮ নভেম্বর রোজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তন হল রুমে ডিজিটাল বাংলাদেশ দিবস, শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস-২০১৯ উদ্যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউল করিম রাসেল, পৌর মেয়র আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক কমান্ডার বীর মুক্তিযুদ্ধা এম এ হাকিম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক অধ্যাপক মোঃ হাবিবুর রহমান হাবিব, উপজেলা ভাইস চেয়ায়ম্যান আনিছুর রহমান আনিছ, মহিলা ভাইস চেয়ায়ম্যান রোকেয়া পারভীন লাকী, যুব উন্নয়ন অফিসার আবুল বাসার ভূইয়া উপজেলা যুবলীগের সভাপতি- শশধর সেন, ফুলপুর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার প্রানেশ চন্দ্র পন্ডিত, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ তপু রায়হান রাব্বি প্রমূখ। এ ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার পুলিশ, ফায়ার সার্ভিস, কর্মকর্তা কর্মচারীগণ জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্ধ, এনজিও প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় মিডিয়াকর্মীগণ উপস্থিত ছিলেন। এ সময় ডিজিটাল বাংলাদেশ দিবস,শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস-২০১৯ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। উক্ত দিবসে গুলি সফল ও স্বার্থক করে তোলার জন্য সকলের উপস্থিতি এবং সহযোগীতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।