তপু, ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃ ফুলপুরে রাস্তার বেহাল দশার জন্য ৭ গ্রামের মানুষ চরম ভোগান্তিতে। হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে ফুলপুরের খড়িয়া ব্রিজের রাস্তার বেহাল দশাতে। এবং ফুলপুরে ৩ কি:মি: কাঁচা রাস্তার বেহাল দশা। গণমাধ্যম ফেসবুক ও বিভিন্ন অনলাইন সহ পত্রিকায় এমন কিছু হেডলাইনে প্রকাশ হবার পর কর্তৃপক্ষের নজরে আসেন এবং খড়িয়া ব্রিজের রাস্তার সহ গর্ত ভরাটের কাজ শুরু করেন । উল্লেখ্য, ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নে খড়িয়া ঘাট হইতে দ্বারাকপুর বাজার পর্যন্ত প্রায় ৩ কি.মি. কাঁচা রাস্তার বেহাল অবস্থার জন্য ৭ গ্রামের মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্কুল – কলেজের শিক্ষার্থীসহ প্রায় ৩/৪ হাজার মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়ে ছোট বড়ও বিভিন্ন মাঝারি ধরনের যানবাহন চলাচল করতে হচ্ছে।