মোঃ মাছুম আলম, ফরিদগন্জ, চাঁদপুর: আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলাদেশের উন্নয়নের রূপকার, উন্নত রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ফরিদগন্জ পৌরসভার ৪নং ওয়ার্ডে যুবলীগের শাখা অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহব্বায়ক অাবু সুফিয়ান শাহীন। দোয়া ও মিলাদ মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মিলাদ মাহফিলের শেষে বৃক্ষ রোপণ ও বৃক্ষ বিতরণ করা হয়। পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছ রোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পূর্ব বড়ালী শাহজাহান কবির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ নেছার আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দীন, ৪নং ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক সাহাদাত গাজী, যুবলীগ নেতা আনোয়ার, জুয়েল, রনি, হৃদয় প্রমুখ।