রিপন মিয়া, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে ঘরে ও বাইকে ইয়াবা রেখে পুলিশ দিয়ে রিকোভারী করানোর চেষ্টা করেছে প্রতিবেশী মাদক কারবারি নিজামুদ্দিন। তবে নিজামুদ্দিনের সহযোগীর সঙ্গে ফাঁসানো পরিকল্পণা বিষয়ে মুঠোফোনে কথা বলা কল রেকর্ড ফাঁস হয়ে যাওয়ায় ঘটে বিপত্তি৷ ঘটনাটি ঘটেছে ২৩ আগষ্ট রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মধুখালী গ্রামে। প্রতিপক্ষের হয়রানীর শিকার হওয়া সুলপিনা এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রশীদ জানান, পূর্বাচল নতুন শহর নির্মান শুরুর পর মধুখালী এলাকায় জমি ক্রয় জরে ঘর বাড়ি নির্মাণ করে বিগত ১০ বছর যাবৎ বসবাস করে আসছেন। দীর্ঘদিন যাবৎ প্রতিবেশি আব্দুল কাদির মিয়ার ছেলে নিজামুদ্দিন (৪২) মাদক ও জুয়ার ব্যবসায় জড়িত থাকায় একাধিকবার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহীনির হাতে মাদকসহ গ্রেফতার হয়। সেসব ঘটনায় থানায় মামলা হলে জামিনে রয়েছে সে। সম্প্রতি তার সেসব মামলার একটিতে গ্রেফতারী পরোয়ানা থাকায় পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে নিয়ে যায়৷ এ সময় নিজামুদ্দিনদের পরিবারের লোকজন নিজামুদ্দিনকে পুলিশে ধরিয়ে দেয়ার অপবাদ দেয় বজলুর রশীদকে। শুধু তাই নয়, বানোয়াট মামলা দিয়ে ফাঁসানোর চেষ্টাও করে৷ এসব বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাহউদ্দিন ভুঁইয়া অবগত হলে দু পক্ষকে ডেকে ভবিষ্যতে দোষারোপ করবে না বলে বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু নিজামুদ্দিন ওই ঘটনার ক্ষোভের বশবর্তী হয়ে গত রবিবার সকালের কোন এক সময় বজলুর বাইকে ও জানালা দিশে ঘরে ইয়াবা ট্যাবলেট রেখে ফাঁসানোর চেষ্টা করে। এমন পরিকল্পনা করার বিষয় তার অপর সহযোগীকে মুঠোফোনে বলে। ঘটনাক্রমে ওইসহযোগীর করা কল রেকর্ড জেনে যায় বজলুর পরিবার। এমতাবস্থায় বজলু তার আইনি নিরাপত্তায় প্রশাসনের সহযোগীতা নিতে থানায় অভিযোগ দায়ের করেন৷ এ বিষয়ে অভিযুক্ত নিজামুদ্দিন বলেন, আমি কারো ঘরে কোন কিছু রাখিনি। আমাকে হয়রানী করতে উল্টো তারাই নানা কিছু করে বেড়াচ্ছে। এ বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তের পর অভিযোগের প্রমাণ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷ ইতোমধ্যে কল রেকর্ড সংরক্ষণ করা হয়েছে।