সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: সোনারগাঁও পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র প্রার্থী ও আওয়ামীলীগ নেতা গাজী মজিবুর রহমান গতকাল শুক্রবার লাহাপাড়া জামে মসজিদে মুসল্লিদের মতবিনিময় ও দোয়া কামনা করেন। এসময় সোনারগাঁও পৌরসভার সাবেক কাউন্সিলর আমির হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল বাতেন, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শাহীন আলম স্বাধীন, শ্রমিক লীগ নেতা গাজী আলমলীর হোসেন, যুবলীগ নেতা ফয়েজ উল্লাহ রিপন, শেখ রাসেল শিশু-কিশোর সংগঠন সোনারগাঁ শাখার আহবায়ক গাজী ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মেয়র প্রার্থী গাজী মজিবুর রহমান বলেন, আপনাদের দোয়া ও ভালবাসা আমার সাথে থাকলে এবং দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা উপহার দিলে আমি সোনারগাঁও পৌরসভাকে মাদক মুক্ত ও ডিজিটাল পৌরসভা হিসেবে গঠন করবো।