এএসএম সা’-আদাত উল করীম: সারাদেশে চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে জামালপুরে জেলা বিএনপি বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার ১৮ নভেম্বর সকাল ১১টার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের শফি মিয়া বাজারে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মো. ওয়ারেছ আলী মামুন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, দপ্তর সম্পাদক গোলাম রব্বানী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলনসহ প্রমুখ। বক্তারা বলেন, অসাধু সিন্ডিকেট ও ব্যবসায়ীরা চাল, পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়িয়ে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। এতে দেশের মানুষ হয়রানি ও ভোগান্তির শিকার হচ্ছে। তারা পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনার কথা বলেন। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান।