কক্সবাজার প্রতিনিধিঃ উখিয়া উপজেলার পালংখালী খতিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান কে সোপর্দ করে। তবে চেয়ারম্যান উখিয়া থানার অফিসার ইনচার্জ কে বিষয়টি অভিহিত করেন।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।ধর্ষণের শিকার পরিবার, স্থানীয় বাসিন্দারা জানায়, ওই কিশোরী খতিজাতুল কোবরা বালিকা মাদ্রাসার ছাত্রী। সপ্তাহের ছয় দিন সে মাদ্রাসায় বাড়ি থেকে যাওয়া আসা করেন থাকেন প্রতি নিয়ত।
গত ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৮ টার দিকে মেয়েটির মাদ্রাসায় যাওয়ার সময় কোটবাজারের হারুন মার্কেটর আব্দুর রশিদের ছেলে আব্দুল্লাহ (২২) কিশোরীকে জামতলি নামক স্থান থেকে সিএনজি দিয়ে নিয়ে যায় উখিয়া হিমছড়ি নিদিষ্ট স্থানে নিয়ে ধর্ষণের করেন।
এর আগেও অনেক বার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন বলে জানান এই কিশোরী। বিষয়টি কাউকে না জানানোর জন্য কিশোরীকে হুমকি দেয় এই ধর্ষক। তবে কিশোরী সব কিছু খুলে বলে এলাকার স্থানীয় সবাইকে।