গর্জন ডেস্কঃ পাকিস্তানের একটি চিড়িয়াখানায় অসুস্থ হয়ে মারা গেছে সাদা বাঘের দুই শাবক। করোনায় আক্রান্ত হয়ে বিরল প্রজাতির শাবক দুটি মারা যেতে পারে বলে মনে করছেন কর্মকর্তারা।
ময়নাতদন্তের রিপোর্টে শাবক দুটির ফুসফুসে সংক্রমণ মিলেছে। যদিও প্রাণী দুটির করোনার নমুনা পিসিআর পরীক্ষা করা হয়নি।
এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গত ৩০ জানুয়ারি লাহোরের একটি চিড়িয়াখানায় ১১ মাস বয়সী শাবক দুটির মৃত্যু হয়। মৃত্যুর কয়েকদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল তারা। চিকিৎসা শুরু হওয়ার চারদিন পর তাদের মৃত্যু হয়।
কর্তৃপক্ষের দাবি, প্রথমে মনে করা হয়েছিল, পাকিস্তানের বিড়াল প্রজাতির জন্তুদের মধ্যে ছড়িয়ে পড়া একটি ভাইরাসে আক্রান্ত হয়েছে তারা। তবে ময়নাতদন্তের রিপোর্টে দুই শাবকের ফুসফুসের মারাত্মক ক্ষতির লক্ষণ দেখা গেছে। তার জেরেই শাবক দুটির মৃত্যু হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, যে ধরনের সংক্রমণের উল্লেখ রিপোর্টে রয়েছে তা করোনার দিকেই নির্দেশ করে। তবে তাদের লালারসের পরীক্ষা না হওয়ায় এ বিষয়ে সঠিকভাবে বলা সম্ভব হচ্ছে না।
লাহোর চিড়িয়াখানার উপপরিচালক কিরন সালেম বলেছেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষ মনে করে, শাবক দুটি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে।
তিনি আরও বলেন, প্রাণী দুটির মৃত্যুর পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সব কর্মীর করোনা পরীক্ষা করে। তাদের মধ্যে ছয়জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এই ছয়জনের মধ্যে একজন শাবক দুটির দেখভালের দায়িত্বে ছিলেন। দেখভাল ও খাওয়ানের সময় ওই ব্যক্তির থেকে শাবক দুটি আক্রান্ত হতে পারে।