দৌলতদিয়া প্রতিনিধি: টানা তিনদিনের ছুটি শেষে সোমবার সকালে ঢাকায় ফিরছে মানুষ। এতে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে ঢাকামুখি রাস্তাগুলোতে। যানবাহনের চাপে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এতে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার সড়কে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
এদিকে যানজট এড়াতে পণ্যবাহী ট্রাকগুলো গোয়ালন্দের রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক ব্যবহার করছে। সেখানেও প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে যাত্রী ও যানবাহনের চাপও বাড়ছে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এমন চিত্র দেখা যায়।
যাত্রীরা জানান, রোববার রাত থেকে দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকে আছেন তারা। সোমবার সকালেও ফেরিতে উঠতে পারেননি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মো. মাহবুব হোসেন জানান, রোববার দুপুরের আগে থেকেই যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়ায়। আজও সে চাপ রয়েছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। এ রুটে বর্তমানে ছোট বড় ১৬টি ফেরি চলাচল করছে।