সিকদার মোহাম্মদ শাহ আলম: নোয়াখালীতে গৃহবধূ ধর্ষণ ও মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে একতা সমাজ কল্যাণ সংঘ ও এলাকাবাসী। আজ ৫ অক্টোবর ২০২০ ইং রোজ সোমবার বিকেল ৫ ঘটিকায় মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার কোলা ইউনিয়নের “একতা সমাজ কল্যাণ সংঘ” ও পার্শ্ববর্তী পাঁচটি গ্রাম মানববন্ধন করেছে। এসময় তারা ধর্ষকদের ফাঁসির দাবিতে স্লোগান তোলেন এবং ছাতিয়ানতলীর বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করেন। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন : মোঃ আলী হোসেন মেম্বার (সাবেক), আলী আক্কাস হাওলাদার মেম্বার (সাবেক),মোঃ সাইফুল ইসলাম সহঃ শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয়, রনি চৌধুরী সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজদিখান থানা ছাত্রলীগ, শিকদার রিগান এবং একতা সমাজ কল্যাণ সংঘের পক্ষে উপস্থিত ছিলেন শাহিন আজাদ,শাকিল,মিলন,মুক্তার মাসুম সৈকত,মেহেদীসহ আর অনেকে।