গর্জন ডেস্কঃ গতকাল দুপুর 8/10/2020 আনুমানিক ১ টায় আমার এই বোন টা আমার শশুর সহ হাতিয়া থেকে চট্টগ্রামে চিকিৎসার জন্য যাওয়ার পথে আমার বোনটার প্রচুর ভমি হয়। গাড়ি সোনারপুর এসে পৌঁছলে তখন আমার বোনটাকে কাউন্টারে সামনে দাড় করিয়ে শশুর মিয়া ঔষধের জন্য ফার্মিছিতে যাই, পথিমধ্যে ঔষধ নিয়ে আসার পাঁচ মিনিটের মধ্যে আমার বোন টা নিখোঁজ হয়ে যাই। আমি সকল সাংবাদিক ও ফেসবুক ভাইদের কাছে আমার বোনটার জন্য হেল্প চাচ্ছি। আর সবাই এই সংবাদটি বেশী বেশী শেয়ার করবেন, হতে পারে আপনার একটি শেয়ারে আমার বোনটাকে ফিরে পেতে সাহায্য করবে। যোগাযোগের ঠিকানা : আমার বোনটার নাম: জান্নাতুল ফিরদাউস নাছরিন। গ্রামে: জোড়খালী। থানা: হাতিয়া। জেলা : নোয়াখালী। ফোন নাম্বার: 01319-076734 – 01715-000185 – 01843-225141। হে আল্লাহ আমার বোনকে ফিরে পেতে সাহায্য করুন।