ঝালকাঠি প্রতিনিধি: আজ বিকেল ৫ ঘটিকার সময় জুরকাঠীর ঘোপোরহাট বাজারের পাশের নদীতে ট্রলার ও গরু মহিষ সহ ৭ জনকে আটক করেছে স্হানীয় জনতা। স্হানীয় সূত্রে জানা যায়, বিকেল ৫ টার দিগে একদল লোক একটি মাছ ধরা ট্রলারে ৪ টি গরু ও ৩ টি মহিষ নিয়ে ঘোপের হাট নদীর পাড়ে ঘাট দেয়।তাদের গতিবিধি দেখে স্হানীয় মানুষের সন্দেহ হলে তাদের পরিচয় জানতে চায়।তারা পরিচয় না দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে স্হানীয় লোকজন তাদের ধাওয়া করে এবং চোর চক্রের ৭ জনকে ধরতে সক্ষম হয় এবং ৩ জন পালিয়ে যায়। আটক কৃত চোরেরা হলেন গলাচিপার থানার, সুজন, সাইফুল, সুজন, রিয়াদ, শফি, মিজানুর। স্হানীয় জনতা এদের আটক করে নলছিটি থানায় খবর দেয়।নলছিটি থানার ওসি তদন্ত অফিসার হালিম এবং এস আই আজিজ ঘটনাস্হলে এসে অপরাধীদের থানায় নিয়ে যান এবং গরু মহিষ টলার জব্দ করে থানায় নিয়ে যায়।উক্ত ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।