সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলায় তুলাতলি গ্রামের সাংবাদিক সালেক আহাম্মদ পলাশের ঘরে জানালা ভেংগে বালিশের পাশে থাকা মোবাইল ও তার ঘুমন্ত স্ত্রীর কান থেকে স্বর্ণালংকার চিনিয়ে নিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গতকাল সোমবার আনুমানিক ২টা ৩০মিনিটে সাংবাদিক সালেক আহাম্মেদ পলাশের ঘরের বাহির দিক দিযে থাই জানালা কেটে মোবাইল ও তার ঘুমন্ত স্ত্রীর কান ছিঁড়ে স্বর্ণ চুরির খবর পাওয়া গেছে। ঐ সময ঘরে ঘুমন্ত অবস্থায় সাংবাদিক ও স্ত্রীর কানে থাকা স্বর্ণ চিনিয়ে নিয়ে গেলে কান কেটে সারা সরিল রক্তাক্ত হয়ে যায়। ততখনাত রাত তিনটায রাযপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জররি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ছিঁড়ে যাওয়া কানে ৬টি সেলাই দিযে জররী চিকিৎসা শেষে নিজ বাড়িতে চলে আসেন। সাংবাদিক সালেক আহাম্মদ পলাশ জানান, রাতে ঘুমন্ত অবস্থায় জানালা ভেংগে মোবাইল ও স্ত্রীর স্বর্ণ অলংকার চুরি হয। আমার বাড়িতে ও গ্রামে আগেও বহুবার মোবাইল চুরির গঠনা গঠেছে চুরের উপদ্রব থেকে মুক্তি পেতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি । সাংবাদিকের ঘরেও চুরি এতে করে তুলাতুলি সহ আশপাশের গ্রামে চরম আতঙ্ক বিরাজ করছে। এখনি যদি আইনগত প্রযােজনীয ব্যবস্থা গ্রহণ করা না হয তাহলে চুরির উপদ্রব বেরে যাবে বলে মনে করেন স্হানীয় এলাকাবাসী ।