সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবতে ফেসবুকে প্রেমের সুবাধে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছেন রনা আক্তার (২২) নামের এক প্রেমিকা। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে এ রিপোর্ট লেখার সময় (শুক্রবার) পর্যন্ত উক্ত প্রেমিকা বিয়ের দাবিতে উপজেলার আমলাব ইউনিয়নের দক্ষিণ বটেশ্বর গ্রামের গোলাপ মিয়ার বাড়িতে অবস্থান করছিল। প্রেমিকা রনা আক্তার মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। রনা আক্তার জানান, তিনি ও তার প্রেমিক আজিজুল হক মুরাদ মডেলিং পেশার সাথে সম্পৃক্ত। দক্ষিণ বটেশ্বর গ্রামের গোলাপ মিয়ার ছেলে আজিজুল হক মুরাদ মিয়ার সাথে প্রায় এক বছর পূর্বে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে রনার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তারপর থেকে বিয়ের প্রতিশ্রতি দিয়ে প্রেমিক মুরাদ একাধিকবার মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক করে। সম্প্রতি রনা আক্তার মুরাদকে বিয়ের জন্য চাপ দিলে মুরাদ গাজীপুরের কোনাবাড়িতে বাসা ভাড়া নিয়ে বসবাস করে বিয়ের জন্য কালক্ষেপন করতে থাকে। এরই মধ্যে হঠাৎ করে গত দুই দিন আগে মুরাদ গাজীপুরের বাসায় রনাকে রেখে পালিয়ে আসে। মুরাদের মোবাইল বন্ধ থাকায় উপায় না পেয়ে বিয়ের দাবিতে মুরাদের বাড়িতে অবস্থান শুর করেন প্রেমিকা। এসময় রআক্তার জানান, হয় আমাকে মুরাদ বিয়ে করবে, না হয় আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। মুরাদের বড় ভাই মোবারক হোসেন বলেন, প্রায় দুই মাস ধরে মুরাদ বাড়িতে আসে না। তার মোবাইলও বন্ধ। এ মেয়ের সাথে তার কোন সম্পর্ক আছে কী না আমরা কিছুই জানি না। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাফায়েত হোসেন পলাশ বলেন, এ ব্যাপারে কেউ আমার কাছে কোন অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।