সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী: বিএনপির যুগ্ম-মহাসচিব এবং ডাকসুর সাবেক জিএস খায়রল কবির খোকনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী শিরিন সুলতানা। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে তাকে আটক করার কথা জানান তিনি। শিরিন সুলতানা বলেন, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আমি ও খোকন একই গাড়িতে হাইকোর্টে যাচ্ছিলাম। গেট থেকে তাকে পুলিশ নিয়ে গেছে। তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে কেন আটক করা হয়েছে, এ বিষয়ে আমার কিছু জানা নেই। এদিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি হয়। শুনানিকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীরা হাইকোর্টের সামনে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে হাইকোর্ট ও আদালতের প্রবেশ গেটে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সেখান থেকেই খায়রল কবির খোকনকে আটক করা হয়।