সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাব উপজেলার হারিসাঙ্গাল এলাকার মানসিক প্রতিবন্ধী এক দরিদ্র নারী আছিয়া (২০) কে ধর্ষণ করেছে একই এলাকার বাসিন্দা আবু তালেব। গত কয়েকবৎসর পূর্বে এই এলাকায় এ ঘটনা ঘটে। এতে ওই নারী গর্ভবতী হয়েছেন। অপরদিকে এই ঘটনা চারদিকে জানাজানি হলে, ধর্ষক আবু তালেক বাচ্চা নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে। কিন্তু এলাকাবাসীর জোরদার কঠোর নিরাপত্তার কারণে ধর্ষক আবু তালেব বাচ্চা করতে নষ্ট ব্যর্থ হয়। তাছাড়া উক্ত ঘটনাকে কেন্দ্র করে চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এলাকায় বিশাল এক সালিশ দরবার হয়। উক্ত শালিসী দরবারে ধর্ষক আবু তালেব ও তার পরিবার প্রতিবন্ধী অসহায় আছিয়াকে ১ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রæতি দেয়। কিন্তু প্রতিবন্ধী আছিয়া এতে রাজি হয় নাই। পরবর্তীতে আছিয়া নরসিংদী জজ কোর্টে হাজির হয়ে ধর্ষক আবু তালেবের নামে একটি মামলা দায়ের করে। মামলা করার পর আদালত আবু তালেবের সাথে প্রতিবন্ধী আছিয়ার ৫ লক্ষ টাকা কাবিননামা মূলে বিবাহ দিয়ে দেয়। এতে খুব সহজেই ধর্ষক আবু তালেব জামিন পেয়ে যায়। পরবর্তীতে ধর্ষক আবু তালেব জামিন পাওয়ার পর স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নিয়ে প্রতিবন্ধী আছিয়ার বাড়িতে একটি সালিশ বসে। উক্ত সালিশে জোর করে ৩ লক্ষ টাকার বিনিময়ে ধর্ষক আবু তালেব আছিয়ার কাছ থেকে আপোষনামা নেওয়ার চেষ্টা করে। কিন্তু এতে আছিয়া রাজি না হয়ে দরবার হতে চলে যায়। অপরদিকে মামলা না উঠানোর কারণে ধর্ষক আবু তালেব ও তার সঙ্গী বাহিনীরা দিন দিন প্রতিবন্ধী আছিয়ার উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে। এমনকি আছিয়ার বাড়ীর চারদিকে তারা বেড়া দিয়ে আছিয়াকে ঘর থেকে বের হতে দিচ্ছে না। এ খবর শুনে সংবাদ কর্মী রুদ্র আছিয়ার বাড়িতে গেলে এলাকার লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে ধর্ষক আবু তালেব সহ তার সঙ্গীরা বলেন আমাদের ক্ষমতা আছে বলেই আমরা চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আছিয়ার বাড়ীতে বেড়া দিয়েছি। মামলা না উঠালে প্রয়োজনে আছিয়াকে বাড়ী থেকে উঠতে বাধ্য করব। এ বিষয়ে বেলাব উপজেলার নির্বাহী অফিসারকে অবগত করলে তিনি সাথে সাথে ইউপি চেয়ারম্যানকে এ বিষয়টি অবগত করে। পরে চেয়ারম্যানের নির্দেশ মোতাবেক ধর্ষক আবু তালেক ও তার সঙ্গীরা দুই পায়ে চলার জন্য একটু রাস্তা ফাঁকা করে দেয়। অসহায় ধর্ষিতা এবং প্রতিবন্ধী আছিয়া বর্তমানে ধর্ষক আবু তালেবর যেন সঠিক বিচার হয় এই কারণে সরকারের সহযোগিতা কামনা করছে।