সাইফুল ইসলাম রদ্র, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর পলাশে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি। এ তথ্য নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরল আলমের নেতৃত্বে এএসআই নুরে আইন সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশের দক্ষিণ চরপাড়া এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বেলাব উপজেলার মরিচা কান্দা এলাকার আলকাছ মিয়ার ছেলে মেহেদী হাসান ওরফে কাউছার (২৫), রায়পুরা উপজেলার সাহেবচর (রাধানগর) এলাকার কফিল উদ্দিনের ছেলে রিপন মিয়া (৩৫) ও একই উপজেলার মৃত বাচ্চু মিয়ার ছেলে জাহাঙ্গীর। ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জহিরল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরদ্ধে নরসিংদীর বেলাব, রায়পুরা ও কুমিল্লার দেবীদ্বার থানাসহ বিভিন্ন স্থানে ডাকাতি, খুন ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে প্রথমে পরিচয় গোপন রাখলেও শেষে বিভিন্ন কৌশলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়। এদিকে গ্রেফতারকৃতদের আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বেলাব থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।