স্টাফ রিপোর্টার: নওগাঁর পত্নীতলা ও মান্দায় পৃথক দু’টি অভিযানে চার কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। ডিবি পুলিশ সূত্রে জানায়, শুক্রবার নওগাঁর ডিবি ওসি কেএম শামসুদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ সোহেল রানা, এএসআই মোঃ ফেরদৌস আলী, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ গভীর রাতে পত্নীতলা থানাধীন শাহজাদপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সাপাহার উজেলার কৃষ্ণসদা গ্রামের সাদেকুল ইসলামের ছেলে সোহেল রানা (২৩) ও একই গ্রামের আঃ হাকিমের ছেলে সবুর (২৩) কে ০২ (দুই) কেজি গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে ভোরবেলা মান্দা থানাধীন গোপালপুর গ্রাম এলাকায় অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত মেছের আলী প্রাং এর ছেলে বেলাল প্রাং (৩৪) ও নুরুল্ল্যাবাদ/ জোতবাজার গ্রামের আনসার আলী প্রাং (বিসু মাঝি)’র ছেলে খোদা বক্স (৫০) কে ০২ (দুই) কেজি গাজাঁসহ আটক করা হয়। এনিয়ে পৃথক দু’টি অভিযানে মোট ৪(চার) কেজি গাঁজাসহ চার জনকে আটক করে নওগাঁ জেলা গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি)। এই সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়।