ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র হত্যাকারী বিএনপি জোটের অপরাজনীতি ও নৈরাজ্যের প্রতিবাদে ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ধামরাই উপজেলা পরিষদ চত্ত¡রে পৌর আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র গোলাম কবিরের সভাপতিত্বে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় এমপি বেনজীর আহমদ।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, সানোড়া ইউপি চেয়ারম্যান খালেদ মাসুদ খান লাল্টু, সুয়াপুর ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সোহরাব, বালিয়া ইউপি চেয়ারম্যান আহম্মদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, জেলা পরিষদ সদস্য নাসিমা আক্তার, ধামরাই সদর ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন, সোমভাগ ইউপি চেয়ারম্যান আজাহার আলী, সুতিপাড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা, রোয়াইল ইউপি চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন মিন্টু, নান্নার ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন মোল্লা, আমতা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, গাংগুটিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের মোল্লা, কুল্লা ইউপি চেয়ারম্যান কালিপদ সরকার, চৌহাট ইউপি চেয়ারম্যান পারভীন হাসান প্রীতিসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ প্রমূখ।
এদিকে ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোরছালিন সরদার, আমতা ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশী আরিফ হোসেন, গাংগুটিয়া ইউনিয়নের আমজাদ হোসেনসহ বিভিন্ন ইউনিয়নে নৌকার মনোনয়ন প্রত্যাশীরা বিক্ষোভ মিছিল নিয়ে এ প্রতিবাদ সমাবেশে যোগ দেন।