সােনারগাঁ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে ৫ ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ সহ সিলেটে এমসি কলেজের ছাত্রাবাসে তরুণী ধর্ষণ, নােয়াখালীতে নারীর ওপর নির্মম নির্যাতন এবং সারা দেশে ধর্ষণ-নিপীড়নের প্রতিবাদে ধর্ষণ ও ধর্ষক মুক্ত বাংলাদেশ গড়ার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বুধবার সকালে মদনপুরের বাস স্ট্যান্ডের সামনে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়েছে তােলারাম কলেজ, নারায়ণগঞ্জ মহিলা কলেজ, সােনারগাঁ সরকারি কলেজ, কদমরসূল কলেজ , হাজী ইব্রাহীম আলম চাঁন কলেজ, আড়াইহাজার সরকারি কলেজ, সফর আলী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরাও এই কর্মসূচিতে যুক্ত হােন। মানববন্ধনে বক্তারা, ধর্ষকের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও তারা দাবি করেন আইন সংশােধনের মাধ্যমে সৰ্ব্বোচ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করা, ধর্ষণ প্রতিরােধে প্রতিটি জেলায় র্যার, বিজিবি ও পুলিশের যৌথ টাস্কফোর্স গঠন করা , ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত ট্রাইবুনাল গঠন এবং ৩০-৬০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য সম্পাদনা নিশ্চিত করা , ধর্ষিতার বিনা মূল্যে চিকিৎসা এবং তার পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা , ইতিপূর্বে সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা , ধর্ষণ ও অপরাধ প্রতিরােধে নির্জন রাস্তায় সচল সিসিটিভি স্থাপন করা, ধর্ষণকারী ও তার পরিবারকে সামাজিক ভাবে বয়কট করা এবং আশ্রয়দাতাদের আইনের আওতায় আনতে হবে।