স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩ কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে হাতেনাতে আটক করেছে পুলিশ।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব, মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মাহাবুবুর রহমান এর নেতৃত্বে গতকাল বুধবার রাত সাড়ে ৯ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের দর্শনা থানার অফিসার এস আই(নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এ এস আই(নিঃ) মোঃ মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন জিরাট গ্রামস্তলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় দর্শনা থানাধীন জিরাট গ্রামস্ত মোঃ কাদের আলীর বসত বাড়ির উঠান থেকে ৩ (তিন) কেজি গাঁজা সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃত আসামিরা হলোঃ দর্শনা থানাধীন জিরাট (মাঝের পাড়ার)মোঃ কাদের আলীর ছেলে মোঃ হাসান আলী (২৪),এবং একই গ্রামের জিরাট (স্কুল পাড়ার)মৃত শুকুর আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম (৩৫), দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।