পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার লতায় ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার, (০৮ অক্টোবর ২০২০) সকালে নবলোকের উদ্যোগে স্টার্ট ফান্ডের সহযোগিতায় লতা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সরদার আলী আহসান, নবলোক এর সহকারী পরিচালক এম মোস্তাফিজুর রহমান সেতু, কো অর্ডিনেটর রিয়াদুল ইসলাম, উপজেলা প্রজেক্ট অফিসার পূর্নেন্দু রায়, বক্তব্য রাখেন ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, মীর ইব্রাহিম খলিল পরান, কাদম্বীনি মন্ডল, সুষমা রানী রায়, শিউলি সরকার, সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বিথীকা দাস। এসময় ২০০ পরিবারের মাঝে প্রতেককে ৩০০০ টাকা ও হাইজিন কিটস বিতরন করা হয়।