গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় সুনামগঞ্জের তাহিরপুর দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন রাফিরকে গাছে বেঁধে অমানুষিক নির্যাতনের ঘটনার কারনে গজারিয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত মানববন্ধন শনিবার ৬ ফেব্রুয়ারী গজারিয়া প্রেসক্লাব সংলগ্ন স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ আরফিনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দৈনিক সংবাদের গজারিয়া প্রতিনিধি শেখ নজরুল এর পরিচালনায় মানববন্ধনে তাহিরপুরের সাংবাদিক কামাল হোসেনকে মারধর ও গাছে বেঁধে অমানুষিক ভাবে নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যাক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে এসময় গজারিয়া প্রেসক্লাবের কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত সোমবার ১ ফেব্রুয়ারি তাহিরপুর উপজেলার অবৈধভাবে যাদুকাটা নদীর পাড় কেটে বালু উত্তোলনের ছবি তুলতে যান সাংবাদিক কামাল হোসেন। এ সময় স্থানীয় বালু-পাথরখেকোরা কামাল হোসেনকে মারধর ও গাছে বেঁধে অমানুষিক ভাবে নির্যাতন করে।