তপু, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে স্বামীর বাড়ি বেড়াতে আসার সময় তারাকান্দা বাসস্ট্যান্ড থেকে রুবি আক্তারের যমজ ২ সন্তান নিখোঁজ। জানা যায়, ফুলপুর উপজেলার তিলাটিয়া গ্রামের মৃত আইনবীর স্ত্রী রুবি আক্তার (৩৮)। ৪ বছর আগে গর্ভাবস্থায় উনার স্বামীর মৃত্যু হয়। হাসান ও হোসাইন নামে দু’যমজ সন্তানের মা হন। এরপর থেকে তিনি যমজ সন্তানসহ গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় উনার পিত্রালয়ে অবস্থান করছেন। আজ ২০ সেপ্টেম্বর রোজ রোববার স্বামীর বাড়ি বেড়াতে আসছিলেন। তারাকান্দা বাসস্ট্যান্ড পৌঁছে বাস থেকে নামার সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর সন্তানদের না পেয়ে পাগল প্রায় হয়ে খোঁজছেন। কোন স্বহৃদয়বান ব্যক্তি সন্ধান পেলে ০১৯৫৫৯৯৭১২৭ নম্বর মোবাইল ফোনে যোগাযোগ করার জন্য পরিবারের লোকজন অনুরোধ করেছেন।