তপু , ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ৪টি বিদ্যালয়ে কোন অনুমোদন না থাকলেও চলছে ছাত্র-ছাত্রী ভর্তি ও পাঠদান কার্যক্রম এমন অভিযোগ করেন এলাকাবাসী। জানা গেছে, ৬ষ্ঠ শ্রেণী থেকে স্কুল প্রতিষ্ঠান পরিচালিত করতে হলে শিক্ষা বোর্ডের (ঊওওঘ) নাম্বার পেয়ে শুরু করতে হয় পাঠদান। কিন্তু তারাকান্দার সৃজন মডেল স্কুল ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম পর্যন্ত, প্রতিভা মডেল স্কুল ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত, দাদরা মডেল একাডেমী ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম পর্যন্ত, দিগন্ত ক্যাডেট ৬ষ্ঠ শ্রেণী থেকে ৮ম পর্যন্ত পাঠদান ও ভর্তির প্রচার পত্র বিলি করছে। এই সব অনুমোদন বিহীন স্কুল প্রতিষ্ঠান প্রশাসনের নাকের ডগার উপরে চালাচ্ছে কার্যক্রম। এতে লেখা পড়ার মান ক্ষুন্ন হচ্ছে ধারনা সচেতন মহলের। এ বিষয়ে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল মিয়া কথা বলে তিনি বলেন অনুমোদন বিহীন স্কুল বন্ধ করতে বিগত দিনে আমরা সাংবাদিক সম্মেলন করেছি। এই বিষয়ে সরকার ইতি মধ্যেই স্থানীয় প্রশাসন কে ব্যবস্থা নেয়ার জন্য আদেশ করেছেন। তারাকান্দা উপজেলা উচ্চ মাধ্যমিক কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন এই সব প্রতিষ্ঠান আমার তালিকার মধ্যে নেই, বিষয়টি আমার জানা নেই, তদারকি বিষয়টি কার ? এই বিষয়ে তিনি কথা বলতে রাজি নয়। তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার চিত্রা শিকারী মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন সবে মাত্র যোগদান করেছি বিষয়টি অবগত হয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।