তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জাহাঙ্গীর আলম (২০)কে র্যাব-১৪ ময়মনসিংহের একটি টিম অভিযান চালিয়ে টাঙ্গাইল জেলার মধুপুর থেকে আটক করেছে। জানা যায়, ধৃত ধর্ষণকারী উপজেলার রামপুর ইউনিয়নের চাড়িয়া গ্রামের মোঃ হাসিম উদ্দিনের পুত্র। ময়মমসিংহ র্যাব-১৪ কার্যলয়ে আজ ৮ অক্টোবর রোজ বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। উল্লেখ্য, চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একই গ্রামের ফুফাতো বোনের ৭ বছরের শিশুকন্যা ভাগ্নিকে তার বসতঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এ লম্পট জাহাঙ্গীর।