তপু , ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আজ ২১ই নভেম্বর রোজ বৃহস্পতিবার কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্দ্যোগে রবি ২০১৯/২০ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকের মাঝে সরিষা, ভুট্টা, গম বীজ ও সার বিতরণ উপলক্ষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তারাকান্দা উপজেল নির্বাহী অফিসার চিত্রা শিকারী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এড. মো: ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বাবুল মিয়া সরকার, উপজেলা ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,উপজেলা কৃষি অফিসার সালাহউদ্দিন কায়সার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা রিতা রানী চৌহান, ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, রেজাউল করিম দুদু প্রমুখ। কৃষিতে প্রণোদনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহারিয়ার মোরছালিন মেহেদী। আলোচনা শেষে উপজেলার ১০টি ইউনিয়নে ৬৬০ জন কৃষকে ১কেজি করে সরিষা,২০ জনকে ২কেজি ভুট্টা, ১০০ জনকে ২০কেজি করে গম বীজ ও ৭৮১ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকে মাথাপিছু ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।