ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, জান বাঁচাও-দেশ বাঁচাও স্লোগান নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ডিমলা উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৫-নভেম্বর) পদযাত্রা করা হয়েছে। সকাল ১০ টায় উপজেলার ছোটপুল থেকে শুরু হয়ে পদযাত্রাটি এসে স্মুতি আন পাদদেশে সমাবেশে মিলিত হয়। আব্দুর রহিমের সভাপতিত্বে ও ডাঃ গোপাল চন্দ্র রায়ের স ালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা শাখার সভাপতি আতিয়ার রহমান। আরো বক্তব্য দেন উপজেলা শাখার সভাপতি মাহবুব ইসলাম, সদস্য মনিসিংহ রায়, রমেন রায় প্রমুখ। বক্তারা সরাসরি কৃষকদের নিকট হতে সরকারীভাবে লাভজনক হারে ধান,গম,ভুট্টা ক্রয় করার দাবী করেন।