ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার মুন্সিপাড়া পাকা রাস্তার উপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ-আল-মামুন।
এ সময় আটক হন মুন্সিপাড়া গ্রামের শামসুল হকের ছেলে মোঃ তুহিন (২৩) তার কাছ থেকে সেবনের উদ্দেশ্যে কেনা গাজা উদ্ধার করা হয়।
সেখানে তাকে জিজ্ঞাসা করলে সে অপরাধ স্বীকার করলে তাকে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।