টেকনাফ প্রতিনিধি: টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে বিপুল পরিমান ইয়াবা উদ্ধার অদ্য ৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখ মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক অভিযান পরিচালনা করে ১ লক্ষ ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
গােপন সংবাদের ভিত্তিতে লেঃ কমান্ডার সাইয়াদুল মােরসালিন ( স্টেশন কমান্ডার টেকনাফ ) এর নেতৃত্বে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং বড়খাল এলাকায় নাফ নদীতে উক্ত অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন সময় নাফ নদীতে মায়ানমার সীমানা অতিক্রম করে ০১ জন ব্যাক্তিকে সাতার কেটে বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। কোস্ট গার্ড সদস্যরা তাদের বােট থেকে দূরবর্তী ঐ ব্যাক্তিকে লক্ষ্য করে টর্চ মারলে লােকটি ০১ টি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ছেড়ে দিয়ে পুনরায় মায়ানমারের সীমানায় চলে যায়।
পরে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি উদ্ধার করে বস্তার ভিতরে পলিথিনে মােড়ানাে অবস্থায় ১ লক্ষ ০৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ , জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রােধে কোস্ট গার্ডের জিরাে টলারেন্স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।