মুতাছিন বিল্লাহ, জীবননগর চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী উপজেলা জীবননগর বাংলাদেশ ছাত্রলীগের পৌর শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী নাজমুল আলম মানিক (৩০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ ভোর ৭টা ৩০ মিনিটে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। তিনি জীবননগর পৌরশহরের পোষ্ট অফিস পাড়ার মৃত্যু রবজেল হোসেনের দুই সন্তানের মধ্যে নাজমুল আলম মানিক ছিলেন বড়।
তরুন এই ছাত্রলীগ নেতার মৃত্যুর খবরে জীবননগরে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
আজ বাদ আসর হাজারও মুসুল্লির জমায়েতে পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের নামাজের জানাযা শেষ কেন্দ্রীয় কবর স্থান ময়দানে তার লাশ দাফন সম্পূর্ণ করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা ও জীবননগর উপজেলার আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সর্ব সাধারণের পক্ষ থেকে নাজমুল আলম মানিকের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।