মুতাছিন বিল্লাহ, জীবননগর চুয়াডাঙ্গাঃ চুয়াডাঙ্গার জীবননগর বাজারে চুরির ঘটনা ঘটেছে।
শুক্রবার (২০শে নভেম্বর) ভোর রাতে আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। জানা যায়, শুক্রবার ভোর রাতে বদর উদ্দিন সুপার মার্কেট এর মা ও শিশু সপ এর ভেন্টিলেটর ভেঙ্গে নগত টাকা চুরির ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে মা ও শিশু সপের মালিক জিয়া বলেন, ভেন্টিলেটর ভেঙ্গে দোকান থেকে নগদ ৭হাজর টাকা নিয়ে গিয়েছে । তবে কে বা কারা চুরি করেছে আমরা জানি না। কাউকে সন্দেহও করতে পারছি না।
ঘটনার বিষয়ে থানায় অভিযোগ করেছি। এ ব্যাপারে জীবননগর থানা পুলিশ জানান,ঘটনার বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।