এএসএম সা’-আদাত উল করীম: জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের একটি মুচিবাড়ি থেকে ১০০ লিটার চোলাই মদ জব্দ করেছে র্যাব-১৪ জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল।বৃহস্পতিবার ৫ ডিসেম্বর দিবাগত রাতে এ অভিযানে নেতৃত্ব দেন র্যাবের জামালপুর ক্যাম্পের অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া। র্যাব সূত্র মতে ৫ ডিসেম্বর দিবাগত রাত দশটার দিকে জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে গোপাল রবিদাশের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের বিষয়টি টের পেয়ে ওই বাড়ির সবাই পালিয়ে যায়। এ সময় ওই বাড়ির উঠান থেকে ১০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এ ব্যাপারে স্থানীয় মুচিবাড়ির পলাতক ফকির ওরফে লিটন রবিদাশ, শ্যামল রবিদাশ, গেন্দা রবিদাশ শ্রীমতি রবিদাশ ও মালতী রবিদাশের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।