জাবি প্রতিনিধিঃ আজ সকাল ১০-ঘটিকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গাণিতিক ও পদার্থ বিজ্ঞান অনুষদ ভবনের সামনে গণিত বিভাগের আয়োজনে ঢাকা উত্তর অঞ্চলের স্নাতক গণিত অলিম্পিয়াডের শুভ উদ্ভোধন করেন গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডীন ড.অজিতকুমার মজুমদার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত ও পদার্থ বিজ্ঞান বিভাগসহ মোট ১৮ টি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্নাতক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করেন। উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সূচনা বক্তব্যে গণিত বিভাগের সভাপতি অধ্যাপক ড.আবেদা সুলতানা ম্যাম বলেন,বিশ্ববিদ্যালয়ে চলমান প্রতিকূল ভাবাপন্ন অবস্থা বিরাজমান সত্ত্বেও প্রশাসন আমাদের গণিত অলিম্পিয়াড আয়োজনের অনুমতি প্রদান করায় প্রশাসনের প্রতি আমরা কৃতজ্ঞ।এছাড়া আয়োজক কমিটির সকলকে ধন্যবাদ প্রদান করেন। গানিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের ডীন বলেন,গণিত ছাড়া চলে না, চলবেও না। বর্তমান সময়ে গণিত শেখার আগ্রহ ও পদ্ধতির প্রতি হতাশা সূচক শব্দ ব্যবহার করেন। গণিতকে সঠিক ভাবে অনুধাবন করতে হবে এবং জানতে হবে। বর্তমান সময়ে সব থেকে বড় সমস্যা হিসেবে মুখস্ত নির্ভর পড়ালেখাকে দায়ী করেন জাতীয় স্নাতক অলিম্পিয়াড-২০১৯ কমিটির কো-আহ্বায়ক অধ্যাপক আনোয়ার হোসেন।এ সময় তিনি মুখস্ত নির্ভর শিক্ষা পদ্ধতি থেকে বের হয়ে আসার জন্য আহ্বান করেন।এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণিত বিভাগের শিক্ষক ও জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০১৯ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আব্দুর রব,অধ্যাপক লায়েক এন্দেল্লাহ সহ অনান্য শিক্ষকবৃন্দ। আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী ও অনুষ্ঠানের আয়োজক কমিটির সদস্যবৃন্দ।