জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের জন্য বিশ্বখ্যাত সামাজিক সমস্যা সমাধানমূলক (সোশ্যাল কেস কম্পিটিশন) আন্তর্জাতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তিনটি রাউন্ড নিয়ে তৈরি এই প্রোগ্রাম। এ প্রতিযোগিতার প্রথম রাউন্ড হিসেবে অনলাইনে রেজিস্ট্রেশন ও আইডিয়া জমা দেয়া ইতোমধ্যে শুরু হয়েছে। পরবর্তী ধাপ ভিডিও জমাদান বা সেমিফাইনাল। শেষ পর্ব বা ফাইনাল হবে আইডিয়া পিচিং দিয়ে। গত ৩ ডিসেম্বর শুরু হওয়া অনলাইন রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ১০ ডিসেম্বর রাত ১১.৫৯ মিনিটে। গতকাল লবৃহস্পতিবার (৫ ডিসেম্বর) প্রতিযোগিতার সমন্বয়ক মৃত্তিকা সমাদ্দার প্রমা বলেন, তিনটি ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল নিউইয়র্ক, লন্ডন, দুবাই, সিঙ্গাপুর অথবা বিশ্বের ১৬টি শহরে অনুষ্ঠিত রিজিওনাল ফাইনালের পছন্দমতো যেকোনো একটিতে অংশগ্রহণ করবে। এরপর রিজিওনাল ফাইনাল জিতলে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিত গ্রোবাল ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন মার্কিন ডলার। আবেদনকারীকে অবশ্যই জাবি থেকে ৩-৪ জনের একটি দল গঠন করতে হবে।সেই সাথে সবাইকে বর্তমান শিক্ষার্থী হতে হবে। প্রতিযোগিতার এ বছরের চ্যালেঞ্জ নির্ধারন করা হয়েছে পরিবেশবান্ধব ব্যবসায় উদ্যোগ। যা আগামী এক দশকের মধ্যে দশ হাজার ভোক্তার কাছে পৌঁছবে। তাই আগামী ১০ ডিসেম্বরের মধ্যে হাল্ট প্রাইজের ওয়েবসাইটে প্রতিযোগিদের রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইডিয়া জমা দিতে হবে। উল্লেখ্য,পূর্ববর্তী বছরে জাবি থেকে ৩৯৫ টি দল নিবন্ধন করেছিল যা বিশ্বের অন্য বিশ্ববিদ্যালয় থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৃতীয় সর্বোচ্চ দল হাল্ট প্রাইজে অংশ নেয়।