এরশাদ আলম,নীলফামারী ব্যুরোচিপঃ নীলফামারীর জলঢাকায় কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন করেছে স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রানা মোহাম্মদ সোহেল।জানাগেছে সোমবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ৩ হাজার ৪ শ ৩০ জন কৃষকদের মাঝে এক বিঘা জমিতে ফসল উৎপাদনের জন্য সরিষা,গম,ভুট্টা,পিয়াজ,মুখ ডাল বীজ এবং জৈব সার হিসেবে ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।জলঢাকা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজাউদ্দৌলা,ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ,মনোয়ারা বেগম,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহ মোহাম্মদ মাহফুজুল ইসলাম প্রমুখ। এর আগে ২০১৯-২০ কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে উপজেলা পরিষদের উম্মুক্ত মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।