এরশাদ আলম, নীলফামারী ব্যুরোচিফঃ নীলফামারীর জলঢাকা উপজেলা পরিষদ চত্ত্বরে প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের ৬ তলা ভিত্তি এবং ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নীলফামারী-৩ জাতীয় সংসদ সদস্য (অবঃ) মেজর রানা মোহাম্মদ সোহেল।আজ (৫ নভেম্বর) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহাবুব হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য নীলফামারী-৩ (অবঃ)মেজর রানা মোহাম্মদ সোহেল। বিশেষ অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল, জলঢাকা থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, ঘাতক দালাল নিমুর্ল কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু,পৌর সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ইউপি. চেয়ারম্যান তোজাম্মেল হোসাইন, ইউপি. চেয়ারম্যান হুমায়ুন কবির হুকুম আলী, জাতীয় পার্টির সাবেক সভাপতি দবির হুদা, আওয়ামীলীগ নেতা এ.কে আজাদ, যুবলীগ আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের, জলঢাকা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবার রহমান মনি, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি শাহ্ আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম সোহাগ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ রাজনৈতিক নেতাকর্মী, স্থানীয় সংবাদকর্মীবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ।উপজেলা প্রকৌশলী আব্দুর রউফ জানান, ৪ কোটি ৯৭ লাখ ৮ হাজার ৫ শত ৮৪ টাকা ব্যয়ে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) এই ৬ তলা ভিত্তি ৪ তলা ভবনের নির্মানকাজ বাস্তবায়ন করছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকৌশলী অফিস সহকারীর আবু নোমান।