সোহরাওয়ার্দী: আজ সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ি থানা এলাকার মাতুয়াইল ফার্মের মোড়ে ব্যাটারী চালিত অটো রিকসায় চাঁদাবাজি করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে তথ্য ও স্থির চিত্র সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের রোষানলে পড়েন পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির যুগ্ম সাধারন সম্পাদক শামীম আহমেদ। এ সময় সন্ত্রাসীরা পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক শামীম আহমেদের কাছ থেকে তার ট্যাব/ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়, এবং তার উপড় অতর্কিতভাবে হামলা চালায়, পরবর্তীতে জনসাধারনের ধাওয়া খেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এ ঘটনায় আহত সাংবাদিক শামীম আহমেদ মোবাইল ফোনে যাত্রাবাড়ী থানাকে ঘটনাটি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে সার্বিক পরিস্থিতি তাদের নিয়ন্ত্রনে আনেন। আজ ২০ অক্টোবর সকাল সাড়ে আট টা থেকে ফার্মের মোড় থেকে বিভিন্ন রুটে চলাচলরত ব্যাটারী চালিত অটোরিকসা থেকে জোড়পুর্বক যাত্রী নামিয়ে দিয়ে এবং ড্রাইভারদের মারপিট করে চাঁদা দাবী করে তাদের কাছ থেকে সকলের গাড়ীর চাবি নিয়ে নেয়। এর প্রতিকার চাইতে অটো চালকরা আলীমোহাম্মদ খাঁন রোডস্থ পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটি অফিসে এসে কান্নাকাটি করে এর প্রতিকার চাইতে সংবাদ কর্মীদের আবেগভরা কন্ঠে এসব গরীব মানুষের পাশে দাড়িয়ে প্রতিবাদ করতে আহবান জানান। তাদের এমন আকুতি মিনতি দেখে ক্যামেরা হাতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে এসব বিষয়ের ছবি তুলতে গেলে সন্ত্রাসীরা তেড়ে আসে সাংবাদিক শামীম আহমেদের দিকে।সাংবাদিক শামীম আহমেদ এর উপড় সন্ত্রাসী হামলা ও ক্যামেরা ছিনতাইয়ের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে পুর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল। তিনি দ্রুত এসব অপরাধীদের খুজে বের করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।